Wellcome to National Portal

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের এল.এ চেক প্রাপ্তিতে এ কার্যালয়ে কোন অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় না। কেউ কোন প্রকার অনৈতিক আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে করোনা পরিস্থিতি নিষেধাজ্ঞা সময়কালীন ৩৩৩ তে ফোন করা দুই শতাধিক ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ।
বিস্তারিত

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে করোনা পরিস্থিতি নিষেধাজ্ঞা সময়কালীন ৩৩৩ তে ফোন করা দুই শতাধিক ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাঁড়িয়েছে প্রশাসন। করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ এর শুরু থেকে বরিশাল জেলা প্রশাসন এ জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে। তার ই ধারাবাহিকতায় আজ ২৫ মে দুপুর ১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা সময়কালীন ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চাওয়া দুই শতাধিক ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, লবণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জনাব জসীম উদ্দীন হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার মারুফ দস্তেগীর, ডাঃ মহিউদ্দিন আল হেলালসহ আরও অনেকে। এ সময় প্রধান অতিথি বলেন, আপনারা স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করবেন, প্রশাসনকে সহযোগিতা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/05/2021