Wellcome to National Portal

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের এল.এ চেক প্রাপ্তিতে এ কার্যালয়ে কোন অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় না। কেউ কোন প্রকার অনৈতিক আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঋণ প্রাপ্তি

যুব উন্নয়ন অধিদপ্তর

 

ঋণ প্রদানঃ 

ঋণের ধরন ও ঋণ পাবার যোগ্যতাঃ

ক) অপ্রাতিষ্ঠানিকঃ প্রার্থীকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণের পরিমানঃ ২০০০০-৪০০০০/= । সার্ভিস চার্জঃ ১০% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ মাসিক । পরিশোধের মেয়াদঃ ০২ বছর । গ্রেস পিরিয়ডঃ ০৩ মাস । জামানতঃ জামিনদারের জমির মূল দলিল/দলীলের সার্টিফায়েড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ আবেদন ফর্ম--১০/=মাত্র । ঋণের চুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ঋণীকেই সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস ।

 

খ) প্রাতিষ্ঠানিকঃ প্রার্থীকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণের পরিমানঃ ৪০০০০-৭৫০০০/= । সার্ভিস চার্জঃ ১০% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ মাসিক । পরিশোধের মেয়াদঃ ০২ বছর । গ্রেস পিরিয়ডঃ ০৩ মাস । জামানতঃ জামিনদারের জমির মূল দলিল/দলীলের সার্টিফায়েড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ আবেদন ফর্ম--১০/=মাত্র । ঋণের চুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ঋণীকেই সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস ।

 

গ) পরিবার ভিত্তিক ঋণঃ পরিবার ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । ঋণ পেতে ২৫-৫০ জনের একটি দল প্রয়োজন হয়, যেখানে ০৫ জন মিলে একটি করে গ্রুপ তৈরি করা হয় । ঋণের পরিমানঃ ৮০০০-১৬০০০/= । সার্ভিস চার্জঃ ১০% (ক্রম হ্রাসমান পদ্ধতিতে সার্ভিসচার্জ হিসেব করা হয়) । কিস্তির ধরনঃ সাপ্তাহিক । পরিশোধের মেয়াদঃ ০১ বছর/৫২ সপ্তাহ । গ্রেস পিরিয়ডঃ ০৩ সপ্তাহ । জামানতঃ প্রয়োজন নেই । ঋণের দফাঃ সঠিকভাবে নিয়মিত পরিশোধের উপর ভিত্তি করে ৫ম দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয় । ঋণ পেতে খরচঃ  ঋণের চুক্তিপত্রের জন্য  ০৫ জনের প্রতিটি গ্রুপকে ৩০০/=টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প সরবরাহ করতে হয় । ঋণ প্রাপ্তির সময়সীমাঃ  ১ম দফায় জরিপ ও প্রশিক্ষণ শেষে আবেদন পত্র দাখিল,যাচাই-বাছাই, জেলা  কার্যালয়ে প্রেরণ ও জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস । ২য়,৩য়,৪র্থ ও ৫ম দফায় এ সময়সীমা ২০ দিন ।

 

জেলা সমাজসেবা কার্যালয়

 

আর্থ সামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ)

পল্লী সমাজসেবা কার্যক্রম ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমঃ

গ্রাম নির্বাচন, পরিবার জরিপের মাধ্যমে  দল গঠন, আর্থ সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, দলের সদস্যগণের মধ্যে ৫,০০০/ -টাকা হতে ৩০,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান।

 

 

 

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

 

ক) মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ তহবিল ।

ক) পল্লী অঞ্চলের দরিদ্র মহিলা এবং সমিতির সদস্য, ও দপ্তরের প্রশিক্ষনপ্রাপ্ত সদস্যবৃন্দ ।

গ) নিম্ন আয়ের মহিলাদের আত্ম কর্মসংস্থানের উদ্দেশ্যে ১৫০০০/-  টাকা থেকে ৪০,০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান।