Wellcome to National Portal

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের এল.এ চেক প্রাপ্তিতে এ কার্যালয়ে কোন অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় না। কেউ কোন প্রকার অনৈতিক আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বছরের প্রথম দিনে জেলা প্রশাসন বরিশালের বই উৎসবে মেতেছে কোমলমতি শিক্ষার্থীরা।
Details

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগ বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া। প্রতি বছরের মতো এবারো সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। আজ ১ জানুয়ারি ২০২০ বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা ৯ ঘন্টা বিরতিহীন ভাবে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল জনাব এস,এম, অজিয়র রহমান। নগরীর বটতলা এলাকায় অবস্থিত নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বিদ্যালয় প্রাঙ্গণে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নতুন বছরের শুরুতে বরিশালে সর্বপ্রথম বই বিতরণ কার্ষক্রমের শুভ সুচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মির জাহিদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সকাল ১০ টায় শহীদ আবদুর রব সেরনিয়াত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বই বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা। নতুন বছর নতুন দিন, নতুন বই-এ হোক রঙিন এই স্লোগান নিয়ে সকাল ১১ টায় বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যুপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাহবুবা হোসেনসহ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ নতুন বছরের বই উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি কোমলমতি শিশুদের হাত নতুন বই তুলে দেন। পরে দুপুর ১২ টার দিকে শহিদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে ২০২০ সালের নতুন বছরের নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ মোখছেদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ এবাদুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন। শুরুতে এক আলোচনা সভায় অতিথিরা বই বিতরণ উৎসব নিয়ে আলোচনা করেন। পরে অতিথিরা সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। দুপুর ১ টার দিকে নতুন বই বিতরণ করতে ছুটে যান জেলা প্রশাসক বরিশাল। নতুন বছরের বই উৎসবে সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম। তাই বই উৎসবে রঙিন করে আয়োজন করেন বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসা। সেখানে জেলা প্রশাসক মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে তাদের পাঠ্যবই তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ অত্র মাদরাসা মোহাম্মদ আবদুর রব সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে তারা আনন্দিত উল্লাসিত। নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার। বেলা ৩ টার দিকে বরিশালের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জিলা স্কুলে বই বিতরণ উৎসব অংশগ্রহণ করেন জেলা প্রশাসক বরিশাল এসময় তিনি বেলুল ফেস্টুন উড়িয়ে দিবা শাখার শিক্ষার্থীদের বই উৎসবের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক বরিশাল জিলা স্কুল বিশ্বনাথ সাহাসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। জিলা স্কুলের বই বিতরণ কার্যক্রম শেষ করে। বিকাল ৪ টার দিকে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে। স্কুলের ক্যাম্পাসে শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলুন ফেস্টুন উড়িয়ে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল। এসময় উপস্থিত ছিলেন রেজিস্টার গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশাল প্রফেসর এ কে এম এনায়েত হোসেন, চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিস, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, প্রকাশক ও সম্পাদক দৈনিক পরিবর্তন কাজী মিরাজসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে একযোগে বরিশাল জেলার ১০ টি উপজেলায় আনন্দ মুখর পরিবেশে বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ বছরের নতুন বই। আর নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেছে শিক্ষার্থীরা। প্রতিটি স্কুলেই বিরাজ করেছে এ উৎসবের আমেজ।এদিকে বরিশাল জেলায় প্রাথমিক স্তরে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০ টি উপজেলায় ১৩ লাখ ৯৬ হাজার ৭৫১ পিস নতুন বই বিতরণ করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। অপরদিকে মাধ্যমিকসহ সব কয়টি স্তরে যেমন দাখিল, ইবতেদায়ী, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, কারিগরি, ইংলিশ ভার্শন, দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ৪৪ লাখ ১৬ হাজার ৩৬১ পিস নতুন বই বিতরণ করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।

Images
Attachments
Publish Date
01/01/2020
Archieve Date
08/02/2020