Wellcome to National Portal

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের এল.এ চেক প্রাপ্তিতে এ কার্যালয়ে কোন অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় না। কেউ কোন প্রকার অনৈতিক আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, খুলনা ও গোপালগঞ্জ জো‌নে নি‌র্মিত ২৫টি সেতু উ‌দ্বোধন।
Details
আজ ১১ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, খুলনা ও গোপালগঞ্জ জো‌নে নি‌র্মিত ২৫টি সেতুর শুভ উ‌দ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসময় ব‌রিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, ব‌রিশাল ৬ আস‌নের সংসদ সদস্য নাস‌রিন জাহান রত্না, সংর‌ক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, বিভাগীয় ক‌মিশনার মুহাম্মদ ইয়া‌মিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি, পুলিশ সুপার বরিশাল, সিভিল সার্জন বরিশাল, সুশীল সমা‌জের প্রতিনিধি, সাংবাদিক, সড়ক ও জনপদসহ গনমান্যব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। এসময় ব‌রিশা‌লের জেলা প্রশাসক ব‌রিশাল অঞ্চ‌লে ব্রীজ নির্মান করায় কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন। এছাড়াও ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জের স্থানীয় একজন শিক্ষ‌কও প্রধানমন্ত্রীর প্র‌তি কৃতজ্ঞতা জানান। ব‌রিশাল জো‌নে ব‌রিশাল জেলায় সৌ‌দের খাল সেতু, গয়না ঘাটা সেতু, আশোকা‌ঠি সেতু, রহমতপুর সেতু, রা‌য়েরহাট সেতু, বোয়া‌লিয়া বাজার সেতু, বা‌কেরগঞ্জ সেতু, ঝালকা‌ঠি‌তে কাঠালবা‌ড়ি সেতু ও পি‌রোজপু‌রে বটতলা সেতুর উ‌দ্বোধন ক‌রেন। ও‌য়েস্টার্ন বাংলা‌দেশ ব্রীজ ইম্প্রুভ‌মেন্ট প্র‌জে‌ক্টের আওতায় সড়ক ও জনপথ অ‌ধিদপ্তর, সড়ক প‌রিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রনালয় এবং জাইকার অর্থায়‌নে প্রকল্প‌টি বাস্তবায়ন ক‌রে। এর কার‌নে এ‌তে এই অঞ্চ‌লের অর্থ‌নৈ‌তিক কর্মকান্ড, যোগা‌যোগ ব্যবস্থায় গ‌তি আস‌বে ব‌লে ম‌নে ক‌রেন সং‌শ্লিষ্টরা। এদিকে দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশ এক যোগে মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে সকল অতিথিরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির শুভ সূচনা করেন পাশাপাশি কার্যালয় চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করেন।
Images
Attachments
Publish Date
11/03/2020
Archieve Date
04/04/2020